মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সফল মৎস্য চাষি ও মৎস্যজীবীদের মাঝে সম্মাননা পদক ও সনদ প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সফল মৎস্যচাষি, মৎস্যজীবী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।