খানসামায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

Azizar Rahman avatar   
Azizar Rahman
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি-র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।..

 

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: শনিবার (৬ জুলাই) রাতে খানসামা রিভারভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির (বীরগঞ্জ ও খানসামা) অনলাইন করেসপন্ডেন্ট ও খানসামা সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাসুদ রানা।

খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এসআই কাইয়ুম আলী, ব্যবসায়ী তামীম রেজা প্রধান, দিনাজপুর-১ আসনের এনসিপি মনোনয়নপ্রত্যাশী আবু বক্কর সুমন, দৈনিক ইত্তেফাক ও চ্যানেল এস-এর বীরগঞ্জ প্রতিনিধি উত্তম শর্মা, দৈনিক আমার দেশ প্রতিনিধি জসিম উদ্দিন ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি এস.এম রকি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাকিব রহমান, বুলবুল ইসলাম (দৈনিক ইনকিলাব), ফারুক আহমেদ (দৈনিক খোলা কাগজ), সুজন শেখ (দৈনিক বাংলাদেশ সমাচার), আব্দুল জলিল (দৈনিক চাঁদনী বাজার), মোজাম্মেল হোসেন (দৈনিক দেশের কণ্ঠ), জাহিদ হাসান (দৈনিক বাংলাদেশ সমাচার), প্রদীপ রায় জিতু (দৈনিক মানবকণ্ঠ), আরিফ ইসলাম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), গোকুল চন্দ্র (দৈনিক চেতনায় বাংলাদেশ), হুমায়ুন আহমেদ ইফতি (আপডেট বীরগঞ্জ) ও আর এম রাকিব (দৈনিক ই সময়) সহ দুই উপজেলার গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, এনটিভি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও এনটিভি দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

No comments found