close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

খালের লবণাক্ত পানি থেকে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট উদ্বোধন কুতুবদিয়ায়..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া:


‎কুতুবদিয়ায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের অর্থায়ন ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের বাস্তবায়নে স্থাপিত “সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট” উদ্বোধন করা হয়েছে।

‎মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত কৈলাস্যঘোনা প্রাইমারী স্কুল প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের ডিরেক্টর অফ প্রোগ্রাম মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াই প্রু মারমা এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ মিয়া।

‎উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কুতুবদিয়া উপজেলায় মোট ৪টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এসব প্ল্যান্টে খালের লবণাক্ত পানি ৭ ধাপের অত্যাধুনিক প্রক্রিয়ায় পরিশোধন করে বিশুদ্ধ ও নিরাপদ পানিতে রূপান্তরিত করা হবে। প্রতিটি প্ল্যান্ট থেকে নিরাপদ পানি সংগ্রহের জন্য দুটি পদ্ধতি চালু করা হয়েছে। এটিএম কার্ডের মাধ্যমে বুথ থেকে পানি সংগ্রহ এবং হোম ডেলিভারির মাধ্যমে জারে পানি গ্রহণ করা যাবে।

‎পানি সংগ্রহের নিয়মাবলী অনুযায়ী, মাত্র ১০০ টাকা দিয়ে একটি এটিএম কার্ড ক্রয় করা যাবে, যার মাধ্যমে প্রায় ৬৫০ লিটার পানি সংগ্রহ করা সম্ভব। অন্যদিকে, হোম ডেলিভারির জন্য ২৫০ টাকায় একটি ২০ লিটারের জার (সাথে ট্যাপসহ ডিসপেন্সার) ক্রয় করা যাবে এবং পরবর্তীতে মাত্র ১২ টাকায় জার রিফিল করার সুযোগ থাকবে।

‎অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারসহ উপস্থিত সরকারি কর্মকর্তারা প্ল্যান্ট থেকে বিশুদ্ধ পানি পান করে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দিনদিন কুতুবদিয়ার মিষ্টি পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আগামী ৫০ বছরে খাবার পানির সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে। সেই ক্ষেত্রে বিশুদ্ধ পানির জন্য স্থাপিত এই প্ল্যান্টগুলোর রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার দায়িত্ব এলাকার মানুষকে নিতে হবে।

Tidak ada komentar yang ditemukan