close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
কেরানীগঞ্জের কাকালিয়া ও শাক্তা এলাকায় অবৈধ ব্যাটারি কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।..

কেরানীগঞ্জের কাকালিয়া ও শাক্তা এলাকায় অবৈধ ব্যাটারি কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ মে) পরিচালিত এই অভিযানে ‘সাগর ব্যাটারি হাউজ’ ও ‘ইয়েসপা মেটাল’ নামের দুটি অবৈধ কারখানা সিলগালা করা হয়।

অভিযানকালে কারখানাগুলোর সকল সেবা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং পরিবেশ দূষণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এছাড়াও, তদন্তে দেখা যায়, একটি স্থানীয় রাস্তা দস্তা কারখানার ক্ষতিকর বর্জ্য ব্যবহার করে নির্মাণ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে তাকে সহযোগিতা করে বাংলাদেশ পুলিশের একটি টিম। অভিযানের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি