close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কেন্দুয়ায় জাহানারা এগ্রো ফার্মের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন..

Md Humayun avatar   
Md Humayun
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় জাহানারা এগ্রো ফার্মের দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।..

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার টেংগুরী মহল্লায় কেন্দুয়া-নেত্রকোণা সড়কের পাশে নতুন এই শাখার উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা এগ্রো ফার্মের পরিচালক ফারজানা আক্তার, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, টেংগুরী গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ আব্দুর ছাত্তার, সুরুজ আলী, আজিম উদ্দিন, মুখলেছুর রহমান প্রমুখ।

 

প্রতিষ্ঠানটির ম্যানেজার আলীম জানান, “আগামী জানুয়ারি মাসের মধ্যেই শাখাটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে। এতে করে স্থানীয় বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের একটি বড় সুযোগ সৃষ্টি হবে।”

 

এ সময় গড়াডোবা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামগণ, টেংগুরী গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই শাখা অফিসের মাধ্যমে উন্নয়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

Nema komentara