close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কারবালা স্কুলে জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্ক প্রতিযোগিতা: সেরা বিতার্কিক পূজা রানী সরকার..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কারবালা স্কুলে জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্ক প্রতিযোগিতা: সেরা বিতার্কিক পূজা রানী সরকার
কালিগঞ্জে পরিবেশ সচেতনতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

এস এম তাজুল হাসান সাদ, উপকূলীয় প্রতিনিধি (সাতক্ষীরা)

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও জনসচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তব্য অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বিদ্যালয়ের জহুরুল হক অডিটরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। তিনি বলেন, “অপরিকল্পিতভাবে গাছ কাটার ফলে দেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিনিয়ত বেড়ে চলেছে, যা আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি স্থানীয়ভাবে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

“জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু আন্তর্জাতিক নয়, স্থানীয় উদ্যোগও জরুরি”—এই বিষয়ে সবুজ দল পক্ষে এবং লাল দল বিপক্ষে যুক্তি তুলে ধরে। তীব্র যুক্তি ও পাল্টা যুক্তির মধ্য দিয়ে শেষ পর্যন্ত বিজয়ী হয় লাল দল। অনুষ্ঠানে সেরা বিতার্কিক নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা পূজা রানী সরকার।

পক্ষ দলের বিতার্কিকরা ছিলেন:
সুরাইয়া আক্তার মীরা, জান্নাতুল নাঈমা ও দলনেতা প্রমিতা কর্মকার।

বিপক্ষ দলের বিতার্কিকরা ছিলেন:
মরিয়ম খাতুন, হারিসুন আক্তার মিম ও দলনেতা পূজা রানী সরকার।

বিচারকের দায়িত্ব পালন করেন ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা লফনাজ পারভিন এবং সিনিয়র শিক্ষক রবিনচন্দ্র লস্কর।

উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ৭ম শ্রেণির শিক্ষার্থী নীলা পারভীন, দ্বিতীয় স্থান আফসানা আক্তার মিম (৬ষ্ঠ শ্রেণি) এবং তৃতীয় স্থান অর্জন করে ইয়াসমিন সুলতানা (৬ষ্ঠ শ্রেণি)।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এস এম আকরাম হোসেন।

Ingen kommentarer fundet