close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কার সঙ্গে সম্পর্কে জড়ালেন জয়া আহসান?

Faisal Hossain avatar   
Faisal Hossain
ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে অনিচ্ছুক অভিনেত্রী জয়া আহসান এবার জানালেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি। তবে তার প্রেমিক মিডিয়া অঙ্গনের কেউ নন। সম্প্রতি কলকাতায় মুক্তি পাওয়া ‘ডিয়ার মা’ ও ‘পুতু..

জয়া বলেন, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি। তবে উনি শোবিজের কেউ নন।’

 

কেন সেই মানুষটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, তা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা খুব জরুরি। সারা জীবন যেন বন্ধু হয়ে থাকতে পারি, সেটা অনেক বড় বিষয়। আমার অনেক অত্যাচার সহ্য করেন তিনি। অভিনয়শিল্পী হওয়ার সুবাদে আমি এত ট্রাভেল করি! এই যে এখানে (কলকাতায়) পড়ে আছি, কাজ করছি। তিনি এসবে কিছুই মনে করেন না।

 

আমাকে কাজ করতে দিচ্ছেন। এটা কিন্তু বড় বিষয়। কারণ একসঙ্গে থাকবারও প্রয়োজন আছে। সেই সুযোগটা তো আমাদের হয়ে উঠছে না। যারা একজন অভিনেতার সঙ্গে সম্পর্কে থাকেন, তারা জানেন তাদের মধ্যে একটা খ্যাপামো থাকে, পাগলামি থাকে।

আমি যেমন প্রাইভেট পারসন, উনিও তেমন প্রাইভেট থাকতে পছন্দ করেন। আমরা নিজেদের মতো থাকতে পছন্দ করি। আরও অনেক ব্যাপার আছে। উনি খুব শান্ত, আমিও তেমনি। এ কারণেই তার প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে। আর সম্পর্ক হওয়ার পর কাজের ক্ষেত্রে আমাকে সাপোর্ট করছেন। এটাও খুব ইতিবাচক।’

 

তবে বিয়ে নিয়ে এখনো নিশ্চিত নন জয়া আহসান।

 

তার ভাষায়, ‘এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। হয়তো ইচ্ছা হবে, হয়তো হবে না। বিয়ে নিয়ে আমার ভেতর এক ধরনের ভীতি কাজ করে-আগের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।’

 

No comments found