close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জের মৌতলায় শহীদ জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জের মৌতলায় শহীদ জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

“মাদককে না বলি, ফুটবলকে উৎসাহিত করি ও শান্তিপূর্ণ সমাজ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী নামাজগড় ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী প্রীতি আন্তঃওয়ার্ড ফুটবল ম্যাচ।

 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় মৌতলা ইউনিয়ন ছাত্রদল ও শিমু রেজা এমপি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বি হোসেন।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী শিক্ষক শেখ এমদাদুল হক। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রচেষ্টায় বাংলাদেশে ফুটবল খেলাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে, কারণ খেলাধুলার বিকল্প নেই।”

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মো. রাজু আহমেদ জাকির, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জি এম রবিউল্যাহ বাহার, মো. ইব্রাহিম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা কাজী সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শামিম পারভেজ, শ্যামনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল মামুন, মৌতলা ইউনিয়ন সার্চ কমিটির সদস্য কাজী পলাশ, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাৎ হোসেন, মৌতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী সাঈদ, সদস্য সচিব শেখ তৈনুর রহমান, মৌতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক নাঈম হোসেন, শিমু রেজা এমপি কলেজ ছাত্রদলের সভাপতি মাহিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রীতি ম্যাচে মুখোমুখি হয় মৌতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের শক্তিশালী দুই দল। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৯নং ওয়ার্ড ১-০ গোলের ব্যবধানে ৬নং ওয়ার্ডকে হারিয়ে বিজয়ী হয়।

 

টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা ও প্রতিটি ওয়ার্ডের খেলোয়াড়দের জার্সি প্রদান করেন বোরহান উদ্দিন সেতু। পুরো ম্যাচটি পরিচালনা করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু।

 

খেলা শেষে এলাকাবাসী জানান, এ ধরনের উদ্যোগ শুধু বিনোদনই নয়, বরং মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

No comments found