কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যুবকের এক মাসের কারাদণ্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ আগস্ট ২০২৫ খ্রি.) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তনিমা আফ্রাদ এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. বিজয় হোসেন (২৪), পিতা মো. বাদশা, চাটমোহর বাজার, পাবনা জেলার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করা হয়। মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জুয়েল মিয়া, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর। আদালত পরিচালনায় সহায়তা করেন বেঞ্চ সহকারী মো. আলামিন ভূইয়া।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ দণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল-01729837893
কালীগঞ্জ- গাজীপুর।