close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান  গাজীপুর- প্রতিনিধি..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****
কালীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান
 গাজীপুর- প্রতিনিধি
 
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাঝুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনন্য উদ্যোগে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য জনাব ফজলুল হক মিলন।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গোলজার হোসেন মোল্লা একজন সহজ-সরল, সাদামাটা ও মানবপ্রেমী মানুষ। অর্থ-সম্পদ বা আধিপত্যতা না থাকলেও তিনি মানুষের দুঃখ-কষ্ট গভীরভাবে অনুভব করেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধ্যমতো সহযোগিতা করে থাকেন। সমাজের জন্য তাঁর এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
 
তিনি আরও বলেন, মোল্লা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান একটি মহৎ ও অনুকরণীয় উদ্যোগ। এটি শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করবে, সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেবে এবং আগামী প্রজন্মকে সৎ, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
 
শেষে তিনি সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানান এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এমন মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
 
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেন।
 
শিক্ষাই জাতির মেরুদণ্ড — আর এই উদ্যোগ সেই মেরুদণ্ডকে আরও শক্তিশালী করার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
মোঃ ওমর আলী মোল্যা 
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ- গাজীপুর।



 
 
Ingen kommentarer fundet