close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের থানায় অভিযোগ দায়ের..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের থানায় অভিযোগ দায়ের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে খুনের হুমকি ও হামলার চেষ্টার অভিযোগ করেছেন ছোট ভাই।

অভিযোগ সূত্রে জানা যায়, আজমতপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে মোঃ শেখ ফরিদ (৪৫)  কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বড় ভাই মোঃ দেলোয়ার হোসেন (৫৫) জমি সংক্রান্ত বিরোধের কারণে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে খুনের হুমকি দিয়ে আসছেন।

মোঃ শেখ ফরিদ অভিযোগে জানান, পিতার মৃত্যুর পর জমি বণ্টনের সময় দেলোয়ার হোসেনের বাড়ির বারান্দা ও টয়লেটের টাংকি তার জমির অংশে পড়ে। তখন সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিনেও তা সরানো হয়নি। সম্প্রতি বিষয়টি নিয়ে আবারও সরানোর অনুরোধ জানালে বড় ভাই ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, পরবর্তীতে বড় ভাই দেলোয়ার হোসেন তার জমি থেকে গাছ কর্তন করে ফেলে রাখেন।

এ ব্যাপারে মোঃ দেলোয়ার হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মোঃ ওমর আলী মোল্যা 

মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩

কালীগঞ্জ- গাজীপুর।

 

No comments found