close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের একতা: বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে তরুণদের সম্পৃক্ত করতে একটি বিশেষ বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যে এই আয়োজনের দ্বিতীয় দিনে সোমবার (২৫ আগস্ট '২৫) সকাল ১০টায় উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি নেতৃত্ব দেয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহযোগিতায়। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা 'পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ' শীর্ষক বিষয়ে বিতর্কে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অহনা দাসের অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিষ্ণুপুর পি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়কে, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় দক্ষিণ শ্রীপুর কে.এম.এল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে, ডাক্তার মজিব রুবি মাধ্যমিক বিদ্যালয় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠকে এবং সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকীর আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ইলা দেবী মল্লিক এবং রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক সোমা বিশ্বাস। মডারেটরের দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এবং সময় নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন কমিটির সদস্য কণিকা সরকার।

এই প্রতিযোগিতায় অংশ নেন আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। আগামী ২৭ আগস্ট সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম রাউন্ডের বিজয়ী আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরার প্রচেষ্টা চলছে।

No comments found