কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হঠাৎ অভিযানে বেরিয়ে এসেছে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র। সোমবার (২৫ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করেন দুদকের উপ-পরিচালক এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি দল।
দুদক সূত্রে জানা যায়, হাসপাতালটির বিরুদ্ধে আগে থেকেই বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সরেজমিনে তদন্তে অভিযোগগুলোর সত্যতা মেলে। দেখা যায়— কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো কর্মস্থলে উপস্থিত হন না, সরকার নির্ধারিত ৩ টাকার টিকিটের পরিবর্তে রোগীদের কাছ থেকে ৫ টাকা নেওয়া হচ্ছে, দীর্ঘদিন ধরে নষ্ট আল্ট্রাসোনোগ্রাম ও এক্স-রে মেশিন মেরামত করা হয়নি, ফলে রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে বাধ্য হতে হচ্ছে।
অভিযানে আরও ধরা পড়ে, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার মান ও পরিমাণে নিম্নমানের, রান্নাঘরসহ হাসপাতালের সার্বিক পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও নোংরা। এছাড়া হাসপাতালের স্টোরে সংরক্ষিত মালামালের হিসাব-নিকাশেও গড়মিল পাওয়া গেছে, যা বড় ধরনের দুর্নীতির ইঙ্গিত বহন করে।
এ প্রসঙ্গে দুদকের উপ-পরিচালক এনামুল হক বলেন,
"আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়েছি। তদন্তে অভিযোগগুলোর সত্যতা মিলেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজেও অনিয়মের দায় স্বীকার করেছেন। জনগণের অর্থ ও সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
অভিযান প্রসঙ্গে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজোওয়ানা রশিদ বলেন,
"আমি প্রতিটি দপ্তরের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ভাগ করে দিয়েছিলাম। কিন্তু তারা সঠিকভাবে কাজ না করায় আজ পুরো দায়ভার আমাকে নিতে হচ্ছে।"
দুদকের এ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগণ। তাদের আশা, এর ফলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি হবে এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ -গাজীপুর।