close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি তুহিন, সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
সভাপতি তুহিন, সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মীদের অন্যতম সংগঠন ‘কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে সভাপতি নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে গঠন করা হয় নতুন ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি।

নতুন কমিটিতে রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক এবং দৈনিক নয়াদিগন্ত, সময়ের খবর ও পত্রদূত পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি নিয়াজ কওছার তুহিনকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার প্রতিনিধি আবু হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আলোকিত সকাল-এর স্টাফ রিপোর্টার মোঃ আরাফাত আলী।

কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন:
সহসভাপতি: আহাদুজ্জামান আহাদ (দৈনিক জনতা), শেখ সাদেকুর রহমান (দৈনিক হৃদয়বার্তা), শেখ শরিফুল ইসলাম (দৈনিক দৃষ্টিপাত ও দৈনিক কালবেলা)।
যুগ্ম সম্পাদক: সহকারী অধ্যাপক মাসুদুর রহমান (দ্য ডেইলি মর্নিং গ্লোরি)।
সহসাংগঠনিক সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম (বিশেষ প্রতিনিধি, দৈনিক দৃষ্টিপাত)।
অর্থ সম্পাদক: মোঃ শের আলী (দৈনিক গ্রামের কাগজ)।
দপ্তর সম্পাদক: মোঃ জামাল উদ্দীন (দৈনিক বাংলার ভোর)।
তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক: সোহরাব হোসেন সবুজ (জেলা প্রতিনিধি, দৈনিক ডেসটিনি)।
কার্যনির্বাহী সদস্য: মোঃ জেহের আলী (দ্য ডেইলি মুসলিম টাইমস), রেদওয়ান ফেরদৌস রনি (দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ আব্দুস সালাম (দৈনিক অধিকরণ), মোঃ আরিজুল ইসলাম (দৈনিক সমাজের কথা)।

সাধারণ সদস্য হিসেবে আছেন:
তারিকুল ইসলাম লাভলু (আলোকিত বাংলাদেশ), আফজাল হোসেন (দৈনিক জনকণ্ঠ), আবু বক্কর সিদ্দিক (দৈনিক আলোকিত সকাল), মোঃ জাহাঙ্গীর আলম (চেয়ারম্যান, দৈনিক কল্যাণ), এনামুল হক এনাম (পত্রদূত), শেখ শাওন আহম্মেদ সোহাগ (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), মোঃ আবুল হোসাইন (সূর্যের আলো), শেখ আরিফুজ্জামান রাজু (দৈনিক নবধারা), শেখ ইকবাল আলম (সময় নিউজ), মোঃ সাইফুল ইসলাম (দৈনিক নবচেতনা), মোঃ মোখলেছুর রহমান মুকুল (দৈনিক খবরের আলো), আব্দুল মাজিদ (দৈনিক দৃষ্টিপাত), মীম ইসলাম (দৈনিক সাতক্ষীরার সকাল), মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক মুক্ত দেশ), মোঃ আলাউদ্দীন (দৈনিক মুক্তি), মোঃ মিয়ারাজ হোসেন (দৈনিক ডেসটিনি), শেখ ফারুক হোসেন (দৈনিক নবচিত্র), এস এম তাজুল হাসান সাদ (বাংলাদেশ মেইল) এবং আবু সাঈদ (দৈনিক আজকালের খবর)।

কমিটি গঠনের মাধ্যমে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব পুনরায় সক্রিয় হয়ে গণমাধ্যমে আরও গতিশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

לא נמצאו הערות