জাহিদ হাসান:
রাজধানীর কাফরুল এলাকায় সংঘটিত একটি ছিনতাই ও এতে এক নারীর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানা।
রোববার (৪ মে) দুপুরে দারুসসালাম থানার গাবতলী এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—রেজাউল মুন্সি (৫৪) এবং মো. মাসুদ রানা (৪১)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি প্রাইভেটকারসহ ছিনতাইকৃত বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
থানা সূত্র জানায়, গত ২৮ এপ্রিল ভোরে ভুক্তভোগী মোছা. শরীফা জব্বার (৬৪) তার স্বামীর সঙ্গে রিকশাযোগে বনানীর উদ্দেশে রওনা হন। পথে মহাখালী এলাকায় একটি দোকানের সামনে পৌঁছালে হঠাৎ একটি প্রাইভেটকার থেকে কয়েকজন ব্যক্তি তার হাতে থাকা ব্যাগ টান দিলে তিনি সড়কে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের ভাষ্যমতে, ঘটনার পর কাফরুল থানায় মামলা দায়ের হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা মালামালের মধ্যে একটি মোবাইল ফোন, একটি ট্যাব এবং একটি কালো রঙের প্রাইভেটকার রয়েছে, যা এই ঘটনায় ব্যবহৃত বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে এবং পলাতক অন্যান্য সন্দেহভাজনদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।