ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন না হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
বোয়ালমারী পৌর সদরের বার্তা টাওয়ারে অনুষ্ঠিত এই সভায় প্রফেসর ড. ইলিয়াস মোল্লা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে, যেখানে জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, অতীতের শাসকরা নিজেদের ও গোষ্ঠীগত স্বার্থে দেশ শাসন করেছে। দুর্নীতিগ্রস্ত এসব শাসকেরা বাহ্যিক কিছু উন্নয়ন করলেও রাষ্ট্রের মৌলিক কাঠামোতে কোনো গুণগত পরিবর্তন আনেনি। এর ফলে শাসক বদল হলেও জাতি হিসেবে আমাদের মনোবৃত্তি বদলায়নি। সমাজে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য মানুষদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপরও জোর দেন।
ড. ইলিয়াস মোল্লা বলেন, যে চেতনার ওপর গণঅভ্যুত্থান হয়েছিল, অনেকেই সেখান থেকে সরে যাচ্ছে। একমাত্র জামায়াতে ইসলামীই সেই অভ্যুত্থানের চেতনার শতভাগ বাস্তবায়ন চায়। তাই সবকিছুর আগে আমরা সংস্কার চাই।
সভায় আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান ও সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।
এছাড়া, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।