সত্যজিৎ দাস:
মৌলভীবাজারে শুক্রবার (১৮ জুলাই) সকালে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আয়োজিত হয় ৫ কিলোমিটার দীর্ঘ প্রতীকী ম্যারাথন।
জেলা প্রশাসন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী আয়োজন শুরু হয় সকাল ৭টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। ম্যারাথনটি শহরের বনবীথি,পানি উন্নয়ন বোর্ড এলাকা,কলেজ গেইট, কোর্ট চত্বর,সার্কিট হাউস,প্রেসক্লাব মোড় হয়ে পৌরসভা উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
ম্যারাথনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বুলবুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের ও সহকারী পুলিশ সুপার (এএসপি) শাকিল আহমদ।
এই প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেন জুলাই-আগস্ট গণআন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ,জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা, সাংবাদিক,ক্রীড়াবিদসহ বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক নারী-পুরুষ এবং শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান,এই ম্যারাথনের উদ্দেশ্য ছিল জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ এবং নতুন প্রজন্মকে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করা।
জুলাই যোদ্ধা তানজিয়া শিশির ও রেজিয়া খন্দকার সেবী বলেন,“এ প্রতীকী ম্যারাথন শুধু দৌড় নয়,এটি আমাদের ইতিহাস,আমাদের আত্মত্যাগের স্মারক।”
মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন,“জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি মৌলভীবাজার প্রেসক্লাব জুলাই শহীদদের স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালন করছে।”