কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কুষ্টিয়া পৌর জামায়াতের আমীর এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শাখার নায়েবে আমীর আজমল হক, সেক্রেটারি শামীম হোসেন সহ শহর শাখার নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আবুল হাশেম ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনার মাধ্যমে তার বক্তব্য শুরু করেন, আহতদের জন্য দোয়া করেন, গতবছর জুলাইয়ের স্মৃতিচারণ করেন এবং বলেন ফ্যাসিস্ট পতন পরবর্তী বাংলাদেশ এখনো আমরা আশানুরূপ সুন্দর সুশৃংখল করে তুলতে পারিনি। এজন্য দেশ বিনির্মাণে আমাদের সকলকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। এবং গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।