জুলাই গণঅভ্যূত্থান দিবস পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের হল রুমে এ বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের উত্তরবঙ্গের ট্রাস্টি ও ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের জেলা সভাপতি মনোরঞ্জন সিং, নারী বিষয়ক সম্পাদক সুরভী রাণী কুন্ডু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক শাহ্ মো: মশিউর রহমান। এসময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার বিদ্যা চন্দ্র বর্মন, দুলাল চন্দ্র বর্মন, সুমিত্রা রাণী সহ মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।