close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যশোরের অভয়নগর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগে মাসুম বিল্লাহ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।..

Nurullah Al Mamun avatar   
Nurullah Al Mamun
যশোরের অভয়নগর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগে মাসুম বিল্লাহ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।..
মোঃ নুরুল্লাহ 
(অভয়নগর, যশোর) প্রতিনিধি : 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উপজেলার নওয়াপাড়া এলাকায় “সুগন্ধি আতর শুকিয়ে” নামের একটি দোকানসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছাত্র অপহরণের ঘটনা ঘটে। অপহৃত ছাত্রটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ঘটনার পর ছাত্রের পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

  অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করে। পুলিশের দাবি, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কিছু তথ্য পাওয়া গেছে।

অভয়নগর থানার ওসি জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক যুবককে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। অন্য যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরও গ্রেপ্তার করা হবে।

  স্থানীয়দের দাবি, এলাকায় সাম্প্রতিক সময়ে এ ধরনের অপ্রীতিকর ঘটনা বেড়েছে। নিরাপত্তাহীনতার কারণে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন।  

No comments found