স্টাফ রিপোর্টারঃ যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মুকুল হোসেনকে পুলিশ আটক করেছে। তিনি বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুকুল হোসেন একটি আলোচনা সভা ও খিচুড়ি রান্নার আয়োজন করেছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নাশকতামূলক কাজের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মুকুলকে আটক করা হয়।শনিবার (১৬ আগস্ট) দুপুরে মুকুলের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।তিনি যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে মুকুলের বাড়িতে ১৫ আগস্ট উপলক্ষে নাশকতামূলক কাজের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করছেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।মুকুলের দাবি, তিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও খিচুড়ি রান্নার আয়োজন করেছিলেন। সেখানে কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন না।পুলিশ জানায়,তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই ধরনের মামলা সাধারণত গুরুতর অপরাধের ক্ষেত্রে করা হয়।দীর্ঘদিন ধরে যশোর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোতে বিভিন্ন নেতার মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও বিভাজন রয়েছে। এই আটকের ঘটনাটি সেই রাজনৈতিক কোন্দলের একটি অংশ কি না, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।