close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যশোরে মাংস ব্যবসায়ী মিজানুর রহমানকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক..

Nurullah Al Mamun avatar   
Nurullah Al Mamun
যশোরে মাংস ব্যবসায়ী মিজানুর রহমানকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক
মোঃ নুরুল্লাহ 
(অভয়নগর, যশোর) প্রতিনিধি : 

যশোরের বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে মাংস ব্যবসায়ী মিজানুর রহমান (৪৫)-কে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে নিজ বাড়ির গেটের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত হানিফ সর্দারের ছেলে এবং পেশায় কসাই ছিলেন। প্রতিদিনের মতো সেদিন ভোরে গরু জবাইয়ের জন্য বের হয়েছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ে দোকানে না পৌঁছালে সহকর্মীরা খোঁজ শুরু করেন। পরে তার স্ত্রী বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং একটি ধারালো ছুরি উদ্ধার করে। বেনাপোল পোর্ট থানার ওসি র‌্যাশেল মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

No comments found