close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোরে খাদ্য ডিলার নিয়োগ স্থগিত: হাইকোর্টের আদেশ।

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
****

যশোর সদর উপজেলায় বিদ্যমান খাদ্য ডিলার থাকাকালীন নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে।

মামলার বাদী মোঃ হাবিবুর রহমানসহ কয়েকজন বিদ্যমান খাদ্য ডিলার অভিযোগ করেন, খাদ্য অধিদপ্তর ১০ জুলাই ২০২৫ তারিখে এক প্রজ্ঞাপন (মেমো নং ১৩.০১.৪১৪৫.০০১.১১.০০১.২৩২) জারি করে নতুন খাদ্য ডিলার নিয়োগের উদ্যোগ নেয়। পরদিন ১১ জুলাই ২০২৫ তারিখে দৈনিক লোকসমাজ পত্রিকায়ও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অথচ উল্লিখিত এলাকায় বিদ্যমান ডিলারদের মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত বৈধভাবে নবায়নকৃত রয়েছে।

মামলার শুনানি শেষে বিচারপতি মোঃ হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেন। আদালতের আদেশ অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত নতুন কোনো খাদ্য ডিলার নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যাবে না।

মামলার রেফারেন্স হিসেবে ৪৪ ডিএলআর (এডি) পৃষ্ঠা-২১৯ এর সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে। রিট আবেদনে আবেদনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বি. এম. মকলেছুর রহমান।

کوئی تبصرہ نہیں ملا