close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যশোরে ডিবির অভিযানে বার্মিজ চাকুসহ তিন যুবক আটক

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বার্মিজ টিপ চাকুসহ তিন যুবককে আটক করা হয়েছে। সোমবার বিকেলে এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে কোতয়ালী থানা এলাকায় এ অ..

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বার্মিজ চাকুসহ তিন যুবককে আটক করা হয়েছে।

ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) শেখ আবু হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, পালবাড়ি মোড় এলাকায় অবস্থানকালে বিকেল ২টা ৫৫ মিনিটের দিকে গোপন সূত্রে খবর আসে—উত্তর আরবপুর পাওয়ার হাউজপাড়া রংধনু গলীর পশ্চিম প্রান্তে এক ভাড়াবাড়িতে কয়েকজন যুবক ছুরি-চাকু নিয়ে ছিনতাই ও মারামারির পরিকল্পনা করছে।

সংবাদ পেয়ে ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে যুবকরা পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—
১️⃣ মোঃ জাহিদ হোসেন (২৫), পিতা- হামজা হাসান, মাতা- আমেনা বেগম; ঠিকানা: আরবপুর পাওয়ার হাউজপাড়া।
২️⃣ মোঃ শুকুর আলী (২৩), পিতা- মৃত মুরাদ আলী, মাতা- ছাহেরা বেগম; ঠিকানা: শংকরপুর আশ্রম রোড।
৩️⃣ মোঃ মহন সরদার (২০), পিতা- মোঃ জিন্নাত সরদার, মাতা- শিলা বেগম; ঠিকানা: রেলগেট পশ্চিমপাড়া, কোতয়ালী, যশোর।

অভিযানে তাদের হেফাজত থেকে দুটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য। তারা দীর্ঘদিন ধরে যশোর শহর ও আশপাশের এলাকায় ছুরি-চাকুর ভয় দেখিয়ে ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

ডিবি পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator