স্টাফ রিপোর্টার: রবিবার ৩১ আগস্ট, ২০২৫ দুপুরে যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে পকেটমারির সময় হাতেনাতে এক নারী পকেটমারকে আটক করা হয়েছে। আটককৃত নারীর নাম শিউলি, যিনি ঝিনাইদহের কালিগঞ্জ রেলস্টেশন এলাকার বাসিন্দা। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহের কালিগঞ্জ রেলস্টেশন এলাকার বাসিন্দা শিউলি হাসপাতাল আউটডোরে রোগী দেখতে আসা মীর মোশাররফ হোসেন নামের এক ব্যক্তির পকেট থেকে কৌশলে টাকা বের করে নিচ্ছিলেন। এ সময় পাশেই থাকা এক ব্যক্তি বিষয়টি দেখে ফেলেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে শিউলিকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে আটক করে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন জনবহুল স্থানে সাম্প্রতিক সময়ে পকেটমার চক্রের আনাগোনা বেড়েছে। এসব চক্রের সদস্যরা বেশিরভাগ ক্ষেত্রে নারী হওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই জনসমাগমপূর্ণ স্থানে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।