ক্ষেতলাল, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জি নাফসি তালুকদার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের পদক্ষেপে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে নির্ধারিত সময়ে ক্লাসে না গিয়ে তিনি ২৫ মিনিট দেরিতে সপ্তম শ্রেণির ক্লাসে প্রবেশের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তিনি ক্ষিপ্ত হয়ে শারীরিক নির্যাতন চালান। এতে কয়েকজন আহত হয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ ও ইউএনও’র মৌখিক নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে, অন্যথায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে শিক্ষক নাফসি তালুকদার জানান, আমি কাউকে মারিনি, শুধু মৌখিকভাবে শাসন করেছি। আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ব্যক্তিগত শত্রুতার কারণে। প্রধান শিক্ষক বকুলের বিরুদ্ধে বিএড সনদ জালিয়াতির মামলার জের ধরে এই অপপ্রচার চালানো হচ্ছে।