জুলাই পূর্নজাগরণ উপলক্ষে জয়পুরহাটে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পে সেবা দেওয়া হয়।
এ উপলক্ষে ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স লেফটেন্যান্ট কর্নেল রকিব উদ্দিন মজুমদার বলেন, ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে বগুড়ার সিএমএইচ হতে ৭জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনী, শিশু ও চর্ম রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা ও ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এ সময় বিভিন্ন বয়সের শিশু ও নারী-পুরুষ মিলে প্রায় এক হাজার জন স্বাস্থ্যসেবা নিয়েছেন।