জয়পুরহাটে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলকে সংবর্ধনা..

Abu Raihan avatar   
Abu Raihan
****

জয়পুরহাট জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে জয়পুরহাট পৌরসভার হলরুমে পৌরসভা এ সংবর্ধনার আয়োজন করেন।

এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আতাউর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, ফুটবল কোচ এসএম সুমন, জয়পুরহাট পৌরসভা দলের বিজয়ী ফুটবল দলের অধিনায়ক মুকুল হোসেনসহ খেলোয়াড় ও পৌরসভার কর্মকর্তাগন।

গত ৩০ জুলাই জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। দুটি গ্রুপে মোট আটটি দল খেলায় অংশ নেন। গত ১৫ আগস্ট  ফাইনালে পাঁচবিবি উপজেলা দলকে পরাজিত করে জয়পুরহাট পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

No comments found