জয়পুরহাটে এহেড সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন..

আই নিউজ বিডি avatar   
আই নিউজ বিডি
জয়পুরহাটে এহেড সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি ..

জয়পুরহাটে এহেড সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি 

গত ১২ আগস্ট ২০২৫, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি প্রতিবছর ১২ আগস্ট পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল—
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”
(Youth Advancing Multilateral Cooperation, Through Technology and Partnerships)

এ উপলক্ষে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসও) বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন—

জনাব মোঃ আতাউর রহমান, উপ-নির্বাহী পরিচালক ও ফোকাল পার্সন, রেইজ প্রকল্প,কৃষিবিদ জনাব মোঃ মোজাফফর রহমান, উপ-পরিচালক
জনাব মোঃ আব্দুল কাদের, ঋণ সমন্বয়কারী,কৃষিবিদ জনাব সলিল কুমার চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক, স্মার্ট প্রকল্প,জনাব শাহরিয়ার, প্রকল্প সমন্বয়কারী, রেইজ প্রকল্প
,জনাব মোঃ রুকুনুদ্দৌলা লেবু, কেস ম্যানেজমেন্ট অফিসার,জনাব মোঃ নাজমুল ইসলাম, অফিসার লাইফস্কিল,জনাব মোঃ জামাল উদ্দিন, হিসাব কর্মকর্তা
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং আত্মশক্তিতে বলিয়ান একদল স্বপ্নবাজ শিক্ষানবিশ।

র‌্যালি শেষে সংস্থার অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে রেইজ প্রকল্পের ফোকাল পার্সন জনাব মোঃ আতাউর রহমান তরুণদের উদ্দেশ্যে বলেন—

> “কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাধীনতার ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। প্রতিটি তরুণকে নিজের দক্ষতা বাড়িয়ে গড়ে তুলতে হবে।”

বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় এক-তৃতীয়াংশই যুবসমাজ, যারা জাতির প্রতিটি সংকটকালে সাহসী ও অগ্রণী ভূমিকা রেখেছে। কর্মপ্রত্যাশী যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যুবদের নেতৃত্ব সৃষ্টি, সামাজিক মর্যাদা বৃদ্ধি, সৃজনশীল প্রতিভার বিকাশ, ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসও) কর্তৃক বাস্তবায়িত রেইজ প্রকল্প ইতিমধ্যে ৪৭৫ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়েছে।

এছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদের ক্ষমতায়ন, আশা-আকাঙ্ক্ষা পূরণ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কাউন্সেলিং এবং জব মার্কেট তৈরিসহ নানামুখী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষানবিশরা তাদের অভিব্যক্তি, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্ন তুলে ধরেন। তারা অঙ্গীকার করেন—

> “লক্ষ্য পূরণে আমরা এক পা-ও পিছপা হবো না।”

No comments found