close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জয়পুরহাট সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশীকে ফেরত..

Abu Raihan avatar   
Abu Raihan
****

জয়পুরহাটের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের ৫ জনকে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৮১/৫৪-এস এর কাছাকাছি কয়া নামক স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরবর্তীতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, খুলনার সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল (৩৪), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), পুত্র রমজান মোড়ল (০৮) ও মুসকান (০৫) এবং কন্যা আমেনা (০২) বলে জানাগেছে। 

বিজিবি সূত্র জানায়, গত ১২ আগস্ট সন্ধ্যা ০৭টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮শ গজ ভেতরে ওই ৫ জনকে আটক করে বিএসএফ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাংগাড়ি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে। 

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা জানান, তাদেরকে বিএসএফ এর কাছ থেকে গ্রহনের পর প্রক্রিয়াগতভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে তাদের নিকটাত্মীয়ের কাছে হস্তান্তর করা হবে।

No comments found