close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না — অধ্যক্ষ আলমগীর হোসেন

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না।..

যেভাবে এক বছর আগে ছাত্র-জনতার প্রতিরোধে স্বৈরাচারী শাসনের পতন হয়েছিল, তেমনি আগামীতেও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি রাজপথে থাকবে।

বুধবার (৬ আগস্ট) আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত বিজয় সমাবেশে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণজাগরণই ছিল আওয়ামী ফ্যাসিবাদের পতনের সূচনা। আজকের এই বিজয় র‍্যালির মাধ্যমে আমরা সেই ঐতিহাসিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে অঙ্গীকার করছি।

এর আগে জেলা স্টেডিয়াম থেকে একটি বিশাল বিজয় রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া মোড়ে বিজয় সমাবেশে মিলিত হয়।

বিজয় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সিনিয়র সদস্য এ্যাড. আবুল কালাম আকন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, শেখ হাসানুল কবির লিন প্রমুখ।

ভিসা সমাবেশে জেলা ও উপজেলার নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

No comments found