স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে সেতুর পশ্চিম পাড় এলাকায় মহাসড়ক অবরোধ করলে ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে যমুনা সেতুর দুই প্রান্তে তীব্র যানজট তৈরি হয়। ফলে যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন। জানা গেছে, প্রতিদিন যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গের ২২টি জেলার প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে থাকে।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন না হলে আমরা সড়ক ও রেলপথে কঠোর কর্মসূচি চালিয়ে যাব।”
এর আগে বুধবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরবঙ্গ রুটের একাধিক ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন শুরু করেন। এরপর বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান, প্রতীকী ক্লাস, মানববন্ধন ও মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন তারা।