আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার মঞ্জুর আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার মেঘলা মাত্র ১৮০ টাকা পরীক্ষার ফি দিতে না পারার ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত মঙ্গলবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় আরটিভি সহ অন্যান্য অনলাইনে। প্রতিবেদনটি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনাটি দৃষ্টি গোচর হয় সৌদি প্রবাসী, ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল মতিন মৃধার। তার পর সেই পরিবারের সাথে যোগাযোগ করে তিনি ফাউন্ডেশনের সদস্যদের জয়পুরহাটে পাঠান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ফাউন্ডেশনের সদস্যরা কালাই উপজেলার পুনট বাজার সংলগ্ন মঞ্জুর আইডিয়াল স্কুলে গিয়ে সুরাইয়া আক্তার মেঘলার বকেয়া সকল টাকা পরিশোধ করেন। তবে শিক্ষার্থীর পরিবার ওই স্কুলে তাকে পড়াতে আগ্রহ প্রকাশ না করায় নতুন প্রতিষ্ঠানে ভর্তি করানোর উদ্যোগ নেয় ফাউন্ডেশনটি ।
পরে মেঘলাকে ভর্তি করানো হয় কালাইয়ের স্টারস্ ফেয়ার প্রি-ক্যাডেট স্কুলে। ফাউন্ডেশন কর্তৃপক্ষ শিক্ষার্থীর পড়াশোনার পূর্ণ দায়িত্ব নেয় এবং অগ্রিম ১৬ মাসের ফি পরিশোধ করে। পাশাপাশি, ফাউন্ডেশন ঘোষণা দেয় পঞ্চম শ্রেণি পর্যন্ত তার সমস্ত শিক্ষার খরচ বহন করবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী সুরাইয়া আক্তার মেঘলার পরিবার ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও এর প্রতিষ্ঠাতা আব্দুল মতিন মৃধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী আব্দুল মতিন মৃধা বলেন , শিক্ষা শিশুর মৌলিক অধিকার মাত্র ১৮০ টাকার জন্য একটি নিষ্পাপ শিশুকে পরীক্ষার পক্ষ থেকে বের করে দেওয়া সত্যিই অমানবিক ও দুঃখজনক ঘটনা আমরা চাই দেশের প্রতিটি শিশু যেন অর্থের অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে । সুরাইয়া আক্তারের মত প্রতিটি শিশু মুখে হাসি ফোটাতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে
যাব ।#