close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জয়পুরহাট চিনিকলে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন 

Abu Raihan avatar   
Abu Raihan
****

জয়পুরহাট চিনিকলে বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন করা হয়েছে। `সবুজ গাছ ,সবুজ প্রাণ, গড়বো সবুজ দেশ, সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ' এই নিয়ে জয়পুরহাট চিনিকল এলাকায় আম গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা চিনিকল এলাকার দ্বীপ পুকুর পাড়ে একটি আম গাছের চারা রোপণের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন করেন।

এসময় শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার উদ্দেশ্যে তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ফলবৃক্ষ ফল দেয়, বায়ু দূষণ কমানো যায়, গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । এছাড়াও বৃক্ষরোপণ ভূমিক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে।

এ সময় জয়পুরহাট চিনিকলের জিএম (অর্থ), মোঃ আতিকুজ্জামান, জিএম (কৃষি) কৃষিবিদ, মোঃ তারেক ফরহাদ, জিএম ( কারখানা), মোঃ আব্দুর রাজ্জাক, জিএম (প্রশাসন) ডিজিএম (সমপ্র:) কৃষিবিদ, মোঃ আব্দুর রউফ, (এস আই এন্ড এগ্ৰো:) কৃষিবিদ, মোঃ হুমায়ুন কবীর, চিনিকলের কেজি ও উচ্চ বিদ্যালয়ের (প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত) মোঃ আবু বকর, চিনিকলের কৃষি বিভাগ সহ অন্যান্য বিভাগের কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tidak ada komentar yang ditemukan