close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জীবনের নিরাপত্তা চেয়ে ৪ সাংবাদিকের জিডি,  ক্যাসিনো সম্রাটের বিরুদ্ধে ..

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
****

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দাতার বিরুদ্ধে ৮ আগষ্ঠ থানায় একটি এজাহার ও পৃথক ৩টি জিডি হয়েছে।জানাযায়, ক্যাশিনো মাসুদ হিসাবে পরিচিতি দক্ষিণ সন্ধারই গ্রামের আনিসুর রহমানের পুত্র মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া এবং প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে মোটর সাইকেলে বেঁধে শহরে ঘুরানো এবং তাকে ধবংস করার হুমকি দেন। এছাড়াও সাংবাদিককে শ্বাসরোধ করে হত্যার চেষ্ঠা ৪৫ হাজার টাকা মুল্যে টার্চ মোবাইল ছিনিয়ে নেওয়া,৫হাজার ৫শত টাকা মুল্যে রিসিভার ভাঙ্গিয়া ক্ষতি সাধন করে। এরই প্রেক্ষিতে প্রেসক্লাব সম্পাদক খুরশিদ আলম শাওন বাদী হয়ে মাসুদ রানাসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা করে। এদিকে প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দাতা মাসুদ রানার বিরুদ্ধে প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাংবাদিক একে আজাদ. আব্দুল্লাহ আল নোমান জীবনের নিরাপত্তা চেয়ে থানায় পৃথক পৃথক জিডি করেছে।থানায় এজাহার,পৃথক জিডি করার কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও অজ্ঞাত কারণে মাসুদ রানা ও অন্যান্য আসামিদের গ্রেফতার না করায় স্থানীয় সাংবাদিকদের বিষয়টি ভাবিয়ে তুলেছে। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম (ওসি তদন্ত) বলেন, এজাহার ও জিডিগুলো আদালতে পাঠানো হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য,সম্প্রতি আইনশৃংখলা কমিটির সভায় মাসুদ রানা ক্যাশিনো জুয়ায় আঙ্গুল ফুলে কলাগাছ হঠাৎ কোটি কোটি টাকার সম্পদ কিভাবে হলো তা আলোচনায় আসে। এনিয়ে স্থানীয় কিছু সাংবাদিক প্রতিবেদন তৈরি করার জন্য মাসুদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যায়। এসময় প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া,সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দেন তিনি। এরই প্রেক্ষিতে জেলা বিএনপি কৃষক দল থেকে বহিষ্কার করেন মাসুদ রানাকে।



No comments found