জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহবায়ক আহসানুল হক ছগির, বিএনপি নেতা আজাদ হোসেন বাচ্চু, আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুল কবির তালুকদার, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউনূস আকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আল আমিন হোসেন, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম মৃধা, ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রাজু ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ইন্দুরকানী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
No comments found