স্টাফ রিপোর্টার: মো:বোরহান কবির, ঝিনাইদহ।
ঝিনাইদহ সদর উপজেলার চানপাড়ার এক ভাড়া বাসা থেকে বিপুলপরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে ঝিনাইদহ সদর থানার পুলিশ প্রশাসন।
আজ থেকে ঘটনার আনুমানিক ১৪ দিন আগে বাসাটি ভাড়া নেয় তারেক নামের এক মাদক ব্যবসায়ী ও তার স্ত্রী। মাদকদ্রব্য উদ্ধারের সময় উপস্থিত থাকা তার স্ত্রী তারেকের বাড়ি শৈলকূপা উপজেলার দুধসর গ্রামে বলে জানায়। তারেক ও তার স্ত্রী বাসাটি ভাড়া নেয়ার পর থেকেই গোপনে মাদক ব্যবসা চালাচ্ছিল বলে তথ্য পাওয়া যায়।
এলাকাবাসীর গুঞ্জন ও সচেতন অনুসন্ধানে তারেক ও তার স্ত্রীর মাদক ব্যবসা জন সম্মুখে আসলে, স্থানীয়রা বিষয়টি ঝিনাইদহ জেলা যুবদলের সাজ্জাদুল হক মিলনকে জানায়। তারই প্রেক্ষিতে সাজ্জাদুল হক মিলন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবনকে ঘটনাস্থলে পাঠান।
এসময় তারেক হারুন অর রশিদ প্লাবন ও সাধারণ জনগণের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তৎক্ষনাৎ, জেলা যুবদলের সাজ্জাদুল হক মিলন বিষয়টি স্থানীয় পুলিশ কে অবগত করেন। ঝিনাইদহ সদর থানার এস আই রোকনুজ্জামান ঘটনাস্থলে এসে প্রায় ০১ কেজি গাজা ও ১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।