close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ঝিনাইদহ ৩ আসনের সাবেক এমপি বিগ্রেডিয়ার জেনারেল সালাউদ্দীন মিয়াজীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা।..

Borhan Kabir avatar   
Borhan Kabir
ঝিনাইদহ, মহেশপুর ও কোটচাঁদপুরের ৩ আসনের সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন মিয়াজির ও তার পরিবারের সকলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা।..
মো:বোরহান কবির, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ 
 
ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখলের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
 
মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
 
 
দুদকের উপপরিচালক রেজাউল করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে মিয়াজীর স্ত্রী নাজমা বেগম, মেয়ে সামিহা শবনম ও রাইয়া শবনম মিয়াজীর বিদেশ যাত্রাও নিষিদ্ধ করা হয়েছে।
 
আবেদনে উল্লেখ করা হয়, সালাহ উদ্দিন মিয়াজী যশোর জেলার চাঁচড়া ইউনিয়নে ৪০০ বিঘা জমির ওপর পার্ক নির্মাণসহ দেশের বিভিন্ন স্থানে শত শত বিঘা জমি দখল করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
 
 
দুদকের দাবি, তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সালাহ উদ্দিন ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালানোর চেষ্টা করছেন। তারা দেশ ত্যাগ করলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এ জন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা  প্রদান করা হয়।
No comments found