ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে দিল্লি সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, তিনি দ্বিপাক্ষিক উত্তেজনা কমাতে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। এর আগে তিনি ইসলামাবাদ সফরেও একই উদ্দেশ্যে বৈঠক করেন। ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত বলে আরাঘচি জানিয়েছেন। ২২ এপ্রিল কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছায়, পক্ষান্তরে প্রতিনিয়ত কাশ্মির ফন্টে দুই কক্ষের সৈন্যদের একাধিকবার হামলা হয়েছে।
সর্বোপরি ৬ মে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের অধভুক্ত কাশ্মীরে ৯ টি এলাকায় ভারত বিমান হামলা চালায়, এতে করে পাকিস্তানের নারী ও শিশু সহ ২৬ জন নিহত হয়। পক্ষান্তরে পাকিস্তান প্রধানমন্ত্রী পাল্টা জবাব দেওয়ার হুশিয়ারি দেন।বর্তমান দুই পারমাণবিক শক্তিধর দেশ চরম উত্তেজনা মধ্যে রয়েছে।