জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ভোটের মাধ্যমে গঠিত হয়েছে। এতে সভাপতির দায়িত্বে আসীন হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র সুলতান মাহমুদ শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দর্শন বিভাগের ১৫তম ব্যাচের মোহাম্মদ জুনাইদ হাসান।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ২০০ এর বেশি বগুড়ার ছাত্রদের অংশগ্রহণে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এই নির্বাচনে ছাত্ররা তাদের নতুন নেতৃত্বকে বেছে নেয়।
নবনির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ শুভ বলেন, "আমার এই জয় আমার সকল জুনিয়র ও বন্ধুদের। আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করবো এবং সবার মতামতের ভিত্তিতে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবো। আমি শিক্ষার্থীদের বৃত্তি, আবাসন সুবিধা, স্কিল ডেভেলপমেন্ট সহ বিভিন্ন সুবিধা প্রদান করবো।"
সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনাইদ হাসান তার বক্তব্যে বলেন, "ছাত্রদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, এটা একটি বিশ্বাস ও দায়িত্বের প্রতীক। আমি মনে করি, ছাত্রদের মধ্যে ঐক্য থাকলে যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব।"
তিনি আরও যোগ করেন, "আমার মূল লক্ষ্য হবে সকল ছাত্রকে এক ছাতার নিচে আনা যাতে আমরা একসঙ্গে ভালো কিছু গড়তে পারি। আমরা দল নয়, আদর্শ নিয়ে কাজ করবো। বিভেদ নয়, ঐক্যই হবে আমাদের পথ।"
নতুন কমিটির এই যাত্রা শুরু হয়েছে একটি গুরুত্বপূর্ণ সময়ে, যখন শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রচেষ্টা আরও জোরদার করা প্রয়োজন। নবনির্বাচিত নেতৃত্ব তাদের দায়িত্ব পালনে কীভাবে সফল হবে, সেটি দেখার জন্য সবাই অপেক্ষা করছে।
বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন এই কমিটির উদ্যোগ ও কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আরও সুদৃঢ় বন্ধন সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।