মো: মনজুর আলম (মঞ্জু)
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছবুর এর নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণজেলা সেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য আনন্দ র্যালী হাজারো নেতা-কর্মীদের ঢল
মঙ্গলবার (১৯ আগস্ট ) বেলা আনুমানিক ৪ঘঠিকার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেললাইন এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে কেরানীহাট-বান্দরবান সড়কের গোল চত্বরে গিয়ে সমাপ্ত হয়। উক্ত আনন্দ র্যালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন উপজেলা গুলোর মধ্যে কর্ণফুলী,পটিয়া,আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, উত্তর সাতকানিয়া, দোহাজারী পৌরসভা, সাতকানিয়া পৌরসভা সহ প্রত্যেক উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে স্ব-স্ব উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতা-কর্মীদের নিয়ে মিছিল সহকারে চট্টগ্রাম দক্ষিণজেলা সেচ্ছাসেবক দলের র্যালীতে যোগদান করেন।
কেরানীহাট মোড়ে র্যালি শেষে এক পথসভায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। বক্তারা আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দলকে আরও শক্তিশালী ও সু-সংগঠিত করতে হবে। সামনে দিনে জন্য সবাই প্রস্তুত থাকুন। আন্দোলন সংগ্রামের জন্য নিজেদের প্রস্তুত রাখার আহ্বান জানান। পরিশেষে উপস্থিত কর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান ও দলীয় বিভিন্ন স্লোগান- স্লোগানে মুখরিত করে পুরো কেরানিহাট চত্বরে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।