close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জাতীয় সীরাত সম্মেলনকে সামনে রেখে ধূপখোলা মাঠে চলছে পুরোদমে ব্যবস্থাপনা প্রস্তুতি।..

Asraful Alam avatar   
Asraful Alam
আশরাফুল আলম
মাল্টিমিডিয়া রিপোর্টার, ঢাকা

 ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠে আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি বছরের মতো বহুল প্রতীক্ষিত সীরাত সম্মেলন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই সম্মেলনকে ঘিরে পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানা গেছে, এবারের সম্মেলনে দেশি-বিদেশি শীর্ষস্থানীয় ইসলামি চিন্তাবিদ, আলেম ও আলোচকবৃন্দ উপস্থিত থাকবেন। তাঁরা সীরাতুন নবী (সা.)-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন এবং ইসলামি জীবনব্যবস্থার গুরুত্ব তুলে ধরবেন। বিদেশি অতিথিদের অংশগ্রহণের ফলে এবারের আয়োজন পাবে বৈশ্বিক মাত্রা।

ইতোমধ্যেই সম্মেলনস্থল ধূপখোলা মাঠে চলছে জোর প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন, আলোকসজ্জা ও শৃঙ্খলাব্যবস্থাসহ দর্শনার্থীদের জন্য থাকছে আলাদা বসার ব্যবস্থা এবং পর্যাপ্ত প্রবেশ–বহির্গমন পথ। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে; এজন্য পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এই সম্মেলনে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় মাদরাসার শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক দলগুলো কাজ করবেন।

ধূপখোলা মাঠের আশপাশের বাসিন্দারাও এ আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের মতে, সীরাত সম্মেলন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি এক আধ্যাত্মিক মিলনমেলা, যেখানে মানুষ একত্রিত হয়ে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা গ্রহণ করে।

প্রতিবছরের মতো এবারের আয়োজনও সমাজে সহমর্মিতা, সম্প্রীতি এবং ইসলামের সার্বজনীন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

No comments found