close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জামালগঞ্জে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও এলএসডি কর্মকর্তার বিদায় সংবর্ধনা..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও এলএসডি কর্মকর্তার বিদায় সংবর্ধনা

 

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপক রঞ্জন তালুকদার ও সাচনা এলএসডি (ভারপ্রাপ্ত)কর্মকর্তা বিউটন চক্রবর্তী-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা খাদ্য বিভাগ, মিলার ও ডিলারবৃন্দের আয়োজনে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দুই কর্মকর্তার সততা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন“তাঁদের কর্মদক্ষতা ও মানবিক আচরণ জামালগঞ্জে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্তারা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

বিদায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপক রঞ্জন তালুকদার বলেন,“জামালগঞ্জের মানুষ অত্যন্ত আন্তরিক। এখানে কাজ করতে পেরে আমি গর্বিত। সহকর্মী ও ব্যবসায়ী শ্রেণির সহযোগিতা না পেলে এ দায়িত্ব সুন্দরভাবে পালন করা সম্ভব হতো না।
এলএসডি কর্মকর্তা বিউটন চক্রবর্তী  চক্রবর্তী বলেন,এই এলাকার মানুষের ভালোবাসা আমার জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে। এই স্মৃতি সারাজীবন মনে রাখবো।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বি. এম. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী কর্মকর্তা রূপক রঞ্জন তালুকদার ও বিউটন চক্রবর্তী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার মিল মালিক — এমদাদ আফিন্দী, দুলাল মিয়া, আঃ রহিম, মালিক মিয়া এবং খাদ্যবান্ধব ডিলার  মোঃ জিয়াউর রহমান, মুরসালিন, মুজিবুর রহমান, সহিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মিলার ও ডিলারবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে বিদায়ী কর্মকর্তাদের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয় এবং কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Ingen kommentarer fundet


News Card Generator