close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জামালগঞ্জে সুদের চাপে চিরকুট লিখে থাই ব্যবসায়ীর আত্মহত্যা..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে সুদের চাপে চিরকুট লিখে থাই ব্যবসায়ীর আত্মহত্যা


আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জে সুদের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন কানু সরকার (৪৫) নামে এক থাই গ্লাস ব্যবসায়ী। সোমবার (২১ জুলাই) জামালগঞ্জ বাজার সংলগ্ন নতুনপাড়ার রবীন্দ্র ভৌমিকের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

প্রয়াত কানু সরকার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাসিমপুর গ্রামের প্রয়াত অমরচাঁদ সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জামালগঞ্জে থাই গ্লাসের ব্যবসা করে আসছিলেন।

আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে যান। চিরকুটে লেখা ছিল:"বড়াবড় জামালগঞ্জ থানার অসি স্যার, আমি বিচার চাই। আমি কানু বাবু, আপনার কাছে বিচার চাই। ৫৫ হাজার টাকা মাসুকের কাছ থেকে নিয়ে লাভসহ ৮০ হাজার টাকা দিয়েছি। তারপরও মাসুক আমাকে হুমকি দেয়, টাকা না দিলে পিটিয়ে আদায় করবে। এই ভয়ে আমি জীবন ত্যাগ করলাম। আজ বিকেল ৩টার মধ্যে টাকা না দিলে বাসার মালামাল নিয়ে যাবে—এই বিষয়ে নিচতলার স্বপন জানে। ইতি, আমি বিচার চাই — কানু বাবু। এই মৃত্যুর দায় মাসুক ও তার বউয়ের।"

 কানু সরকারের স্ত্রী প্রতিমা তালুকদার জানান, তার স্বামী ব্যবসার প্রয়োজনে তেলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাসুকের কাছ থেকে ৫৫ হাজার টাকা সুদে নেন। নিয়মিত সুদ পরিশোধ করার পর হঠাৎ ব্যবসায় মন্দাভাব দেখা দিলে দুই মাস সুদ দিতে পারেননি।

এই সুযোগে সুদখোর মাসুক ও তার স্ত্রী শিল্পী বেগম বাসায় গিয়ে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। প্রতিমা তালুকদার বলেন,"বিকেল ৩টার মধ্যে টাকা না দিলে বাসার সমস্ত মালামাল নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হয়। আমি তখন বাবার বাড়ি দিরাইয়ে ছিলাম। মোবাইল ফোনে আত্মহত্যার খবর পেয়ে দ্রুত জামালগঞ্জে ছুটে আসি এবং থানা পুলিশকে অবহিত করি।

তিনি আরও অভিযোগ করেন,
"আমার স্বামীকে মাসুক ও তার স্ত্রী শিল্পী বেগম মানসিকভাবে চাপে ফেলে আত্মহত্যায় বাধ্য করেছেন। আমি তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছি।
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,
"ভুক্তভোগীর স্ত্রী প্রতিমা তালুকদার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা নম্বর ১১, তারিখ ২২/০৭/২০২৫ ইং। পেনাল কোডের ৩০৬ ধারা অনুযায়ী আত্মহত্যা প্ররোচনা আইনে মামলাটি রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

No se encontraron comentarios