close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জামালগঞ্জে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জামালগঞ্জে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের হায়াতপুর মৌজার ছেলাইয়া গ্রামে সরকারি ভূমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪আগষ্ট) উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। অভিযান কালে উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার মোঃ আজমল হোসেন,ভীমখালী  ইউনিয়ন ভূমি উপ-সহকারী  কর্মকর্তা  দিলোয়ার হোসেন কাজী, নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির মিয়া, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রমূখ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর বলেন, “সরকারি ভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় গোলাম হোসেনের বিরুদ্ধে উচ্ছেদ মামলা রুজু করা হয় এবং স্থাপনা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি মিথ্যা চিঠি দিয়ে দাবি করেন যে স্থাপনা অপসারণ করেছেন। বাস্তব পরিদর্শনে দেখা যায় তিনি অপসারণ করেননি, তাই আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

No comments found