জামালগঞ্জে কারিতাসের দুর্যোগ প্রশমন দিবস পালিত 

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে অগ্নি নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া 



জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস  উপলক্ষে  অগ্নি নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ইএলএসআরপি প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে  সোমবার (১৩ অক্টোবর) ভীমখালী ইউনিয়নের মানিগাঁও গ্রামে  মাঠ সহায়ক পলাশ দাসের  সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচির কর্মকর্তা স্বপন নায়েক।
৫নং ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন   উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আম্বিয়া আহমদ, ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ ইউসুফ মিয়া। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ সহায়ক মোঃ জামিল হোসেন,  অশ্বিনী কুমার রায়, উপেন্দ্রনাথ রায়,  নার্গিস আক্তার, নিশা রানী দাস, মোঃআমির হোসেনসহ প্রমুখ।
আলোচকরা বলেন, দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোই হলো মূল লক্ষ্য। আগুন লাগলে বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় কিভাবে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিতে হয় তা প্রত্যেকের জানা থাকা জরুরি।

অনুষ্ঠান শেষে  জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় 
 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ইনচার্জ বিজয় সিংহ প্রশিক্ষণ মহড়া পরিচালনা করেন।  যা উপস্থিত দর্শকদের মধ্যে সচেতনতা ও আগ্রহ সৃষ্টি করে।

Walang nakitang komento


News Card Generator