আব্দুস সামাদ আফিন্দী (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামালগঞ্জে ছাত্র-জনতার উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিভারভিউ পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন — হাসান আল মাছুম, তোফায়েল আহমেদ, আরিফুল ইসলাম সরকার, সোহেল মিয়া, সাইদুল মুরছালিন, সাদিকুর রহমান স্বাধীন খান, কামাল হোসেন, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন ও রিয়াদ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন,আজকের এই ঐতিহাসিক দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের। তাদের রক্তের বিনিময়ে এ দেশের স্বৈরাচারী ও দমন-পীড়নের শাসনব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই সাহসী সংগ্রামীদের ত্যাগ ও বীরত্ব না থাকলে আমরা আজকের গণতান্ত্রিক চেতনায় দাঁড়াতে পারতাম না।
বর্তমান প্রজন্মকে সেই ইতিহাস জানতে হবে, ধারণ করতে হবে। আমরা বিশ্বাস করি, ছাত্র-জনতা শুধু অতীতে নয়— ভবিষ্যতেও এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।
বাংলাদেশের বুকে যেনো আর কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট চেতনা মাথা তুলে দাঁড়াতে না পারে— সে লক্ষ্যেই আমাদের আন্দোলন-সংগ্রাম চলমান থাকবে।