আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে।এই লক্ষ্যে জামালগঞ্জ উপজেলায় এক গুরুত্বপূর্ণ যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নেযাম এ স্লোগানকে সামনে রেখে সাচনা বাজার মারকায মসজিদের দ্বিতীয় তলায় জমিয়তের তিন অঙ্গসংগঠন— উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কাদির।
সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা আলতাফুর রহমান।সভায় উপস্থিত ছিলেন উপজেলার দায়িত্বশীল বিভিন্ন নেতৃবৃন্দ। তারা বলেন, রাজনৈতিক দল হিসেবে জমিয়তের আদর্শিক অবস্থান, ঐতিহাসিক ভূমিকা এবং আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। বক্তব্যের পর সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়—
জামালগঞ্জ উপজেলার কৃতি সন্তান, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজীজকে একক প্রার্থী হিসেবে জেলা আমেলায় প্রস্তাব পাঠানো হবে।সভায় আরও উপস্থিত ছিলেন—
সহ-সভাপতি মাওলানা খুরশেদ আলম, মাওলানা হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইদ আহমদ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান ও মাওলানা নুরুল আমিন।
এছাড়া যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভা শেষে আহ্বান জানানো হয়— জমিয়তের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং নির্বাচনী মাঠে দলীয়ভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে।