জামালগঞ্জে ফায়ার সার্ভিসের সেবা : অগ্নিকান্ড ও দুর্যোগে নির্ভরতা..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে ফায়ার সার্ভিসের সেবা : অগ্নিকান্ড ও দুর্যোগে নির্ভরতা
 
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::  
জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজার,পল্লীতে বিগত প্রায় দুই বছরে একাধিক অগ্নিকান্ড ও দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় মানুষের জানমাল রক্ষায় সাহসিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়কালে উপজেলায় অন্তত ১৯টি  অগ্নিকান্ড ও দূর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২০২৩সালে  নওয়াগাঁও বাজার, দক্ষিণ কামলাবাজ, শাহাপুর, ২৪সালে শাহাপুর,খুজারগাঁও,নতুনপাড়া,আছানপুর, ইউএনও অফিস(দূর্ঘটনা),জয়নগর বাজার,জাল্লাবাজ,জয়নগর বাজারের সরদারপুর বসতবাড়ি,সোনাপুর, ,দক্ষিণ কামলাবাজ ,নওয়াগাঁও বাজার,লালবাজার মাহমুদপুর পশ্চিম হাটি, ২০২৫সালের জুন পর্যস্ত শাহাপুর  ,মান্নানঘাট বাজার,গোলামীপুর ,শাহাপুর (দূর্ঘটনা) ও সাচনা বাজার সিএনবি রোড এসব জায়গায় অগ্নিকান্ড ও  দূর্ঘটনা সংগঠিত হয়েছে।  এইসব বিপর্যয়ের সময় স্টেশন অফিসার উওম কুমার সরকারের নেতৃত্বে জামালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ, আহতদের উদ্ধার ও স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করেন। ফায়ার সার্ভিস শুধু দুর্ঘটনা মোকাবেলায় নয়, বিভিন্ন বাজার ও গ্রামে গিয়ে অগ্নি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, মহড়া ও নিয়মিত পরিদর্শনের কাজও চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের মতে, ফায়ার সার্ভিস সদস্যরা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রক্ষা করেছেন। তাদের তৎপরতা ছাড়া অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হতো।
জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের স্টেশন অফিসার উওম কুমার সরকার আলোকিত সকালকে বলেন, জামালগঞ্জ ফায়ার সার্ভিস যেকোনো অগ্নিকান্ড, দুর্ঘটনা  ও দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত আছে। অগ্নিকান্ডের মতো  যেকোনো দূর্যোগে ০১৯০১০২৩৭২০ এই নাম্বারে কল করার অনুরোধ জানাই। তিনি আরও বলেন, আমরা প্রয়োজনীয় সরঞ্জাম, প্রশিক্ষিত জনবল ও দ্রুত রেসপন্স টিমসহ ২৪ ঘণ্টা প্রস্তত থাকি । এলাকার মানুষ যেকোনো প্রয়োজনে আমাদের সহযোগিতা পায়, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। স্থানীয়দের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিতভাবে মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
 
 
No comments found