close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জামালগঞ্জে “ভাটিবৃন্ত” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে “ভাটিবৃন্ত” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা


আব্দুস সামাদ,জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে ত্রৈমাসিক “ভাটিবৃন্ত” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট )  জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের আয়োজনে মোড়ক উন্মোচন ও গুনীজন সংবর্ধনা অনুষ্টানে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান  মহসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ  সুজিত রঞ্জন দে।

ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান রেজাউল করিম কাপ্তান ও ব্যবস্থাপনা পরিচালক বায়েজীদ বিন ওয়াহিদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবক মোঃ  আব্দুর রব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বিধান ভূষণ চক্রবর্তী, চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল ফখরুল আলম চৌধুরী,জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষিকা মাকসুদা আক্তার রুনি।
এসময় উপস্থিত ছিলেন গোলাম রব্বানী, গোলাম সাকলায়েন, শামসুজ্জামান, মাহতাব সাবিত, গোলাম নাহিয়ান ধ্রুব প্রমূখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “ভাটিবৃন্ত” কেবল একটি ম্যাগাজিন নয়, এটি তৃণমূলের মানুষ ও মাটির কথা বলার এক প্রাণস্পন্দিত মঞ্চ। এই পত্রিকার পাতায় ধরা পড়বে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও সংগ্রামের কাহিনি।

তাঁরা আরও বলেন, নবীন লেখকদের স্বপ্ন ও প্রবীণ সাহিত্যিকদের অভিজ্ঞতা এখানে মিলেমিশে সৃষ্টি করবে এক সমৃদ্ধ সাহিত্যধারা। “ভাটিবৃন্ত” হয়ে উঠবে প্রজন্মের সেতুবন্ধন, যেখানে কলম হবে পরিবর্তনের হাতিয়ার এবং শব্দ হবে সামাজিক জাগরণের প্রেরণা।

তাঁদের বিশ্বাস, এই ম্যাগাজিন শুধু জামালগঞ্জ নয়, সুনামগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলো ছড়াবে এবং নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করবে।

এসময় গুনীজন সম্মাননার অংশ হিসেবে শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য  মরহুম গোলাম মর্ত্তুজাকে (মরণোত্তর) সম্মাননা স্বারক পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী, সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

No comments found